স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ আগস্ট : গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরার সংগীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে শুকনো গাঁজা সহ সংগীত শিল্পীকে গ্রেফতার করে মধুপুর থানার পুলিশ। ঘটনার বিবরনে জানা যায়, মধুপুর থানাধীন কোনাবন সীতাখলা এলাকায় সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ির থেকে ১৭৪ কেজি গাঁজা সহ পরিতোষ সরকারকে গ্রেফতার করা হয়। সংগীত শিল্পী পরিতোষ সরকার দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। তাই মধুপুর থানা দীর্ঘদিন ধরে উৎপেতে বসে রয়েছে তাকে হাতেনাতে গ্রেফতার করার জন্য।
পরবর্তী সময়ে মধুপুর থানার ওসির কাছে একটি গোপন খবর আসে সংগীত শিল্পীর বাড়িতে শুকনো গাঁজা মজুত করা হয়েছে। তারপর পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে সফলতা অর্জন করে।১৭৪ কেজি গাঁজা সহ সংগীত শিল্পী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে। অভিযুক্ত শিল্পীর বিরুদ্ধে বিরুদ্ধে এডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে পুলিশ।

