স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : দায়িত্ব পেয়ে বঞ্চনার শিকার হতে হচ্ছে মহিলা পুলিশ ভলান্টিয়ারদের। মিলছে না প্রতিমাসে সম্মানিক বাবদ ১ হাজার টাকা। জানা যায়, ২০১৯ সালের অক্টোবর মাসে পশ্চিম জেলা ও গোমতী জেলার থানা গুলিতে অপরাধ সংক্রান্ত ঘটনার সম্পর্কে থানাকে অবগত করতে মহিলা পুলিশ ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল। তাদের প্রতিমাসে সাম্মানিক বাবদ ১০০০ টাকা করে দেওয়ার কথা নিয়োগের সময় বলা হয়।
সেই মোতাবেক কাজ শুরু করে মহিলা পুলিশ ভলেন্টিয়াররা। প্রথম ৫ মাস টাকা পেলেও এরপর থেকে বন্ধ সাম্মানিক প্রদান। এই সাম্মানিকের বিষয়ে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করে ভলেন্টিয়াররা। কিন্তু কোন সদুত্তর মেলেনি। বাধ্য হয়ে তারা জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। বিষয়টি পরে দেখার আশ্বাস দেন। কিন্তু ১৩ মাস অতিক্রান্ত হলেও সাম্মানিক প্রদান করা হয় নি। অথচ তাদের বক্তব্য কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এই অবস্থায় সাম্মানিক প্রদানের দাবি নিয়ে পশ্চিম জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন ভলেন্টিয়াররা। তারা জানান জেলা শাসকের কার্যালয়ের ফান্ড থেকে তাদের সাম্মানিক প্রদান করা হয়। জানা গেছে পশ্চিম জেলায় মোট আড়াইশো জন এবং গোমতী জেলাতে ২০০ উপরে নিয়োগ করা হয় ভলেন্টিয়ার। এখন তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে।