Monday, March 17, 2025
বাড়িরাজ্যঅস্বস্তি বাড়িয়ে সংক্রমণের দাপট পশ্চিম জেলায়

অস্বস্তি বাড়িয়ে সংক্রমণের দাপট পশ্চিম জেলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : গত কয়েকদিনে রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। সোমবার সেই সংখ্যাটা খানিক কমলেও নমুনা পরীক্ষার হার অনুযায়ী করোনা পরিসংখ্যান একেবারে স্বস্তিদায়ক নয়। কারণ নমুনা পরীক্ষার হার অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২২ জন।

এর মধ্যে পশ্চিম জেলায় ২১ জন, দক্ষিণ জেলায় একজন। বাকি অন্যান্য জেলায় সংক্রমণের কোনো খবর নেই। তবে সংক্রমনের হার উদ্বেগ জনক। বর্তমানে সংক্রমণের হার ৭.১২ শতাংশ। রাজ্যে সংক্রমণ শনাক্তের জন্য নমুনা পরীক্ষার হার অনেকটাই কম। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩০৯ জনের। নমুনা পরীক্ষার হার ইতিমধ্যে বাড়ানোর প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কারণ বহু বাড়ি ঘরে করোনার উপসর্গ পরিলক্ষিত হচ্ছে। বাজারহাট উৎসব শপিংমল এবং রাজনৈতিক কর্মসূচি মধ্যে দিয়ে সংক্রমণ চোখ রাঙিয়ে চলেছে বলে ধারনা অভিজ্ঞ মহলের। সংক্রমণ নিয়ে মানুষ এখনো সচেতন নয়। বহু মানুষ নমুনা পরীক্ষা করতে হাসপাতাল যাচ্ছে না। এতে রোগীর অবস্থা আরো বেশি আশংকারজনক হয়ে পড়ছে। এবং বিশেষ করে রোগীর সংখ্যা মারাত্মকভাবে বেড়ে চলেছে পশ্চিম জেলায়। বর্তমানে রাজ্যে রোগীর সংখ্যা ১২২ জন। এরমধ্যে অধিকাংশ রোগী পশ্চিম জেলায়। কারণ সংক্রমনের প্রকোপ পশ্চিম জেলায় বেশি। সুস্থতার হার অনেকটাই কম বলা যায়। নতুন করে সুস্থ হয়েছে ৬ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৮.৯৭ শতাংশ। সংক্রমণ এভাবে লাফিয়ে বাড়ায় করোনার চতুর্থ ঢেউয়ের ইঙ্গিত দিয়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য