স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ জুলাই : সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা পি. এ. সিস্টেম এসোসিয়েশন-এর দুদিন ব্যাপী রাজ্য সম্মেলন শুরু হয়। সম্মেলন সামনে রেখে সোমবার অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। রক্তদান শিবিরের উদ্বোধন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
তাছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ জিও মন্দিরের মহারাজ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে মেয়র দীপক মজুমদার বলেন, এ ধরনের সংগঠন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালন করে বলেই রক্তের চাহিদা ও জোগানের ভেতর ভারসাম্য রক্ষা হয়। সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে থেকে ব্যবসার পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসে এ ধরনের সংগঠন। যারা স্বেচ্ছা রক্তদান করে তারা জীবনের মহৎ কাজ করে বলেও উল্লেখ করেন মেয়র। দুদিন ব্যাপি পি এ সিস্টেম অ্যাসোসিয়েশনের কর্মসূচিকে ঘিরে অনুষ্ঠিত হবে কর্মশালা এবং পিএ সিস্টেম ও বাহারী আলোর মেলা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা।

