Wednesday, March 19, 2025
বাড়িরাজ্যসামান্য কমলো দৈনিক সংক্রমণ

সামান্য কমলো দৈনিক সংক্রমণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : রাজ্যে স্বস্তি নেই করোনা পরিসংখ্যানে। ফের গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে সংক্রমিত আরো ৬ জন। এর মধ্যে পশ্চিম জেলায় সংক্রমিত ৫ জন। সিপাহীজলা জেলায় ১ জন। রাজ্যে বাকি ছয়টি জেলায় নতুন করে সংক্রমনের কোন খবর নেই।

 তবে নতুন করে সুস্থ হয়েছে আরো ৪ জন। সংক্রমণের হার বর্তমানে ৩.১৬ শতাংশ এবং সুস্থতার হার ৯৯.০৪ শতাংশ। রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা ৪৩ জন। কিন্তু পজিটিভিতে হার লাফিয়ে বাড়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যে পশ্চিম জেলা। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের নির্দেশিকা জারি করতে লক্ষ্য করা যায়নি। মানুষের মধ্যে চরম অসচেতনতার কারণে সংক্রমণ এভাবে হু হু করে বাড়ছে বলে মনে করছে সচেতন মহল। কিন্তু এভাবে সংক্রমণ লাফিয়ে বাড়লে আগামী দিনে পরিস্থিতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চতুর্থ ঢেউ নিয়ে প্রমাদ গোণা শুরু করেছেন বিশেষজ্ঞরা। এদিকে করোনা প্রতিরোধে বুস্টার ডোজ প্রয়োগের নিয়ম পরিবর্তন করেছে সরকার । বুস্টার ডোজ নয় মাসের পরিবর্তে এখন ৬ মাস পরে দেওয়া যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই দ্বিতীয় ডোজ নেওয়া হতে হবে বলে জানা গেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য