Monday, March 17, 2025
বাড়িরাজ্যবাম ছাত্র সংগঠনের রক্তদান শিবির

বাম ছাত্র সংগঠনের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জুলাই : প্রয়াত অরুন দেবের স্মৃতিতে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছাত্র যুবক ভবনে শুক্রবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী পবিত্র কর। তিনি জানান, ১৯৯০ সালে জোট সরকারের আমলে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যে ভীতি পরিবেশ সৃষ্টি হয়েছিল, এতে সাধারণ ভোট কর্মীরা ভোটকেন্দ্রে যেতে আতঙ্কিত ছিল। তখন অরুণ ভোটকেন্দ্রে থাকার জন্য দায়িত্ব নেন।

 তখন অরুণকে দুর্বৃত্তরা হত্যা করেছিল। আর সেই বিবস্ত্র হত্যা রাজ্যে ইতিহাস হয়ে রয়েছে। অরুণের এই আত্ম বলিদান ত্রিপুরার রাজ্যে এক অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এবং যারা এই অরুণকে হত্যা করেছিল, তারা তিন বছর পরেই সরকার থেকে সরতে বাধ্য হয়েছে। আজ আবার একই ধরনের সন্ত্রাস রাজ্যে চলছে। তৎকালীন শাসক দলের অনেকে বর্তমানে জোট সরকারের রয়েছে বলে জানান তিনি। বর্তমান জোট সরকারের আমলে সন্ত্রাসে প্রথমে সিপিআইএম আক্রান্ত হয়েছে, তারপর কংগ্রেস আক্রান্ত হয়েছে, এখন বিজিপিও আক্রান্ত হচ্ছে। বিজেপি আক্রান্ত হওয়ার পেছনে মূলত কারণ হলো তারা নিজেরা নিজেরাই খুনাখুনি করছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। পাশাপাশি প্রয়াত অরুণ দেবের প্রতিকৃতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে তিনি রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদাতাদের শুভেচ্ছা জানান। এছাড়া উপস্থিত ছিলেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য