স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জুলাই : রাত পোহালেই পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। বুধবার বিকালে চিরাচরিত ধর্মীয় আচার মেনে সম্পন্ন হয় স্নান যাত্রা। এদিন ধর্মীয় রীতি মেনে মূল মন্দির থেকে চৌদ্দ দেবতার বিগ্রহ গুলিকে একে একে বের করে আনা হয়। এরপর রাজ চন্তাইয়ের উপস্থিতিতে প্রদান করা হয় গার্ড অফ অনার।
গার্ড অফ অনার প্রদান শেষে রাজ চন্তাইয়ের পৌরহিত্যে বের হয় শোভাযাত্রা। ১৪ টি বিগ্রহকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে। এই স্নান যাত্রা দর্শন করার জন্য রাস্তার দুধারে উপস্থিত ছিলেন হাজার দর্শনার্থী। উলুধ্বনি ও ঢাক এবং বাদ্য যন্ত্রের শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা পথ। ঝিরি ঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই স্নান যাত্রায় সামিল হাজারো মানুষ। হাওড়া নদীতে স্নান পর্ব শেষে চৌদ্দ দেবতার বিগ্রহ গুলিকে আনা হয় পাশের মন্দিরে। সেখান হয় পূজা ও বলি। এরপর নিদ্রা দেওয়া হয় বিগ্রহ গুলিকে। বৃহস্পতিবার ভোর ৫ টায় ফের স্নান যাত্রার মাধ্যমে শুরু হবে মূল ধর্মীয় অনুষ্ঠান। গত দুই বছর করোনার কারনে পূজা হলেও লোক সমাগম ছিল কম। বন্ধ ছিল মেলা। এই বছর ফের পুরনো মেজাজে ফিরবে খার্চি পূজা ও মেলা বলে অভিমত।