স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ জুলাই : ডাবল ইঞ্জিনের শর্ট সার্কিটে গৃহস্থের হেঁশেলে ফের আগুন লাগলো। এক লাফে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু মূল্য বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। গত এক বছরে রান্নার গ্যাসের মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। এক বছরে ২৪৪ টাকা বৃদ্ধি করেছে সাবকা সাথ, সবকা বিকাশের সরকার। গত একদিন আগে রান্নার গ্যাসের সিলেন্ডার পিছু ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
যার মূল্য ১,১৩৩ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১,১৮৩ টাকা হয়েছে। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে। আগরতলা শহরের একটি গ্যাস এজেন্সি ডিলাররা এবং ভোক্তারা জানায়, কিছুদিন পরপর গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষকে সরকার আয় কমানোর রাস্তা নিয়ে যাচ্ছে। এমনকি পূর্বে বছরে ১২ টি সিলিন্ডার ভোক্তারা পেতেন সাবসিডির মাধ্যমে। কিন্তু যখন উজ্জ্বলা যোজনা চালু হয়েছে তখন সেই সাবসিডি তুলে দেওয়া হয়েছে বলে জানায় অনেকে। এবছর রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি বৃদ্ধি পেয়েছে ১৫৩.৫০ টাকা। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এতে মানুষের মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানায় অনেকে।