স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুলাই : সরকারী কর্মচারীদের অন লাইনে ককবরক ভাষার উপর প্রশিক্ষণ দেওয়া হয়। গ্রুপ এ, বি এবং সি- এই তিনটি বিভাগে ভাগ করে ৪০ দিন ধরে অন লাইনে চলে প্রশিক্ষণ। এতে অংশ নেয় ১০০ জন সরকারী কর্মচারী। এই প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ প্রথম ব্যাচের ৩৫ জন কর্মচারীদের সোমবার এক অনুষ্ঠানের মাধ্যমে শংসাপত্র তুলে দেওয়া হয়।
শিক্ষা ভবনের কনফারেন্স হলে ককবরক ভাষা ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকর্তা কার্যালয়ের উদ্যোগে শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, ককবরক ভাষা উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ অতুল দেববর্মা সহ দপ্তরের আধিকারিকেরা। রাজ্যের মোট লোক সংখ্যার তিন ভাগের এক ভাগ হচ্ছে উপজাতি অংশের মানুষ। এদের মধ্যে বেশি সংখ্যায় মানুষ ককবরক ভাষায় কথা বলে। এটা সরকারী স্বীকৃত ভাষা। সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াসের শ্লোগানকে সফল করতে হলে বিরাট অংশের উপজাতি মানুষের উন্নয়ন ঘটাতে হবে। তাই সমস্ত কর্মচারীদের ককবরক ভাষা শেখা দরকার। এতদিন কোন উদ্যোগ ছিল না। এবার দপ্তর সিদ্ধান্ত নেয় কোন সরকারী কর্মচারী ককবরক শিখতে চাইলে অন লাইনে ককবরক ভাষা শেখার জন্য সহায়তা করবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।