স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :মঙ্গলবার সকাল দশটায় রাজভবনে শপথ গ্রহণ করলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রীরামাচন্দ্র রাও। এদিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর, আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য ছাড়াও বিশিষ্ট জনেরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রধান বিচারপতি মামিদান্না সত্যরত্ন শ্রীরামাচন্দ্র রাও -কে শুভেচ্ছা জানান। এদিনই ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বসেন। তিনি ঝাড়খন্ড হাইকোর্ট থেকে সম্প্রতি বদলি হয়েছেন। আজকে উনার শপথ গ্রহণের পর তিনি প্রধান বিচারপতির বাংলোতে যান।

