স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের রামায়ণ নিয়ে মন্তব্যের জন্য শনিবার পশ্চিম থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ মামলার কাগজ দেখতে চাইলে পুলিশ মামলার কাগজ দেখাতে পারে নি, মামলার কাগজ দেখাতে না পারায় পশ্চিম থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন তিনি বক্তব্যের মাধ্যমে রামায়ণের বিষয় তুলে ধরেছিলেন সভায়। এবং সেটা কোন মিথ্যা ছিল না। কিন্তু শাসক দল বিজেপি জয় শ্রীরাম বলে যদি মারধর করে, হিংসা ছড়ায় এবং বিভাজনের রাজনীতি করে তাহলে তা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তৃণমূল কংগ্রেসের রয়েছে। আর বিজেপি যদি ভাবে তৃণমূল কংগ্রেস এ বিষয়ে কোন প্রশ্ন তুলতে পারবে না, তাহলে সেটা তাদের ভুল চিন্তা ধারা। এমন নয় যে রামায়ণ বিজেপি বললে এটা হবে সম্প্রীতি, আর তৃণমূল কংগ্রেস বললে সেটা হবে দুঃখের। তাহলে পুলিশের বলে দেওয়া প্রয়োজন কিভাবে বলতে হবে। কিন্তু তিনি একজন ঈশ্বর বিশ্বাসী হিন্দু পরিবারের সন্তান বলে জানান তিনি। তিনি বলেন, মামলাটি পুলিশ নিজে গ্রহণ করে নি। তৃণমূলকে ভয় পেয়ে বিজেপি’র পক্ষ থেকে মামলা করানো হয়েছে। এভাবে তৃণমূল কংগ্রেসকে কণ্ঠ রোধ করা যাবে না। এবং বক্তব্য থেকে তিনি পিছুপা হাঁটবেন না, প্রয়োজনে হাইকোর্টে যাবেন বলে স্পষ্ট জানিয়ে এদিন। পুলিশের কাছে মামলার কাগজ দেখতে চান। কিন্তু পুলিশ বলেছে পরবর্তী সময় মামলার কাগজ দেখানো হবে। তাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পশ্চিম থানায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। পরবর্তী সময় পুলিশকে নিরেপেক্ষ হয়ে কাজ করার দাবি জানিয়ে বিক্ষোভ প্রত্যাহার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।