Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যদক্ষতা বৃদ্ধির জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মশালা

দক্ষতা বৃদ্ধির জন্য তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার সিপার্ড এ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ছয় দিনের দক্ষতা বৃদ্ধি কর্মশালা শুরু হতে চলেছে। চার ও পাঁচ জুলাই প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও চিত্র সাংবাদিক, ১১ ও ১২ জুলাই বৈদ্যুতিন প্রচার মাধ্যমের সাংবাদিকদের নিয়ে এবং ১৪ ও ১৫ জুলাই ওয়েব মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হবে। শনিবার গান্ধীঘাট স্থিত তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে জানান অধিকর্তা রতন বিশ্বাস। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে ইতিমধ্যেই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে।

 এই পরিপ্রেক্ষিতে রাজ্যের প্রিন্ট, বৈদ্যুতিন ও ওয়েব মিডিয়ার সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এই সময়ে খুবই প্রাসঙ্গিক। এটা সময়ের দাবি। এটা অনুভব করে রাজ্য সরকার এই কর্মশালার উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়। প্রায় ২৫০ জন সংবাদ প্রতিনিধিদের নিয়ে এবারের কর্মশালার আয়োজন করা হচ্ছে। এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে একটু ব্যতিক্রম হবে বলে জানান তিনি। এবারের কর্মশালায় জাতীয় ও রাজ্য স্তরের খ্যাতনামা গবেষকরা অংশ নেবেন। এর মধ্যে রয়েছে, রায়পুরের কুশাভাও ঠাকরে জার্নালিজম ইউনিভার্সিটি উপাচার্য বলদেব শর্মা, ভোপালের মাখনলাল চতুর্বেদী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনের উপাচার্য কেজি সুরেশ, লোকসভা টিভির চিফ এডিটর আশীষ যোশী প্রমুখ বলে জানান তিনি। আগামী ৬ জুলাই তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২২ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা। বিকেলে হবে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। অংশ নেবে কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী খায়রুল আলম ও শারমিন সাথী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য