স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য তার সাংসদ তহবিল থেকে গ্রীন এ্যারো ক্লাবকে একটি অ্যাম্বুলেন্স তুলে দিয়েছেন। এ উপলক্ষে রবিবার প্রতাপগড় বাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, গ্রীন এরো ক্লাবের সভাপতি শান্তনু সাহা সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, গ্রীন এ্যারো ক্লাব বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে গত বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সামাজিক সংস্থা। তারা আগামী দিন মানুষের পাশে থাকতে একটি অ্যাম্বুলেন্স দাবি করেছিল। সেদিকে গুরুত্ব দিয়ে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। এতে উপকৃত হবে প্রতাপগড় এলাকার মানুষ বলে দাবি করেন তিনি।

