Wednesday, March 26, 2025
বাড়িরাজ্যবটতলা এলাকায় অস্থায়ী স্ট্যান্ড ঘিরে বিক্ষোভ বাস এবং চালকদের

বটতলা এলাকায় অস্থায়ী স্ট্যান্ড ঘিরে বিক্ষোভ বাস এবং চালকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুলাই : বটতলা এলাকায় যত্রতত্র ভাবে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী পরিষেবা দেওয়ার প্রতিবাদে তীব্র ক্ষোভ বাস এবং জীপ চালকদের মধ্যে। শনিবার নাগেরজলা স্ট্যান্ডে বিক্ষোভ দেখায় বাস এবং জীপ চালকরা। বিক্ষোভকারী গাড়িচালকদের অভিযোগ, জেলা শাসকের নির্দেশের পরেও বটতলা এলাকায় রাস্তার পাশে ছোট মারুতি সহ অন্যান্য গাড়ি দাঁড় করিয়ে সিপাহীজলা জেলা, গোমতি জেলা এবং দক্ষিণ জেলার বিভিন্ন মহকুমা যাত্রী পরিষেবা দিচ্ছে। ফলে নাগেরজলার ভেতরে প্রবেশ করে বহু যাত্রী গাড়িতে উঠতে চাইছে না।

 এতে বাস এবং জীপ চালকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আরো অভিযোগ কম সংখ্যক যাত্রী নিয়ে বাস এবং জীপ চালকদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে। বিষয়টি বহুবার দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে  আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও কোনরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পাশাপাশি বটতলা এলাকায় ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। ট্রাফিক পুলিশের এদিকে কোনো রকম হেলদোল নেই। তাই এদিন বিক্ষোভের শামিল হয় বাস এবং জীব চালকরা। আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে যদি ইতিবাচক ভূমিকা গ্রহণ না করা হয়, তাহলে তারা আগামী কয়েকদিনের মধ্যে বটতলা এলাকায় বাস জীপ গাড়ি নিয়ে দাঁড় করবে। এদিন দীর্ঘক্ষণ নাগেরজলা বাস স্ট্যান্ড থেকে উদয়পুর যান চলাচল বন্ধ ছিল। বিক্ষোভ দেখায় কমার্শিয়াল গাড়ির চালক ও শ্রমিকেরা। পাশাপাশি বটতলা এলাকায় দাঁড়িয়ে থাকা মারুতি গাড়ি চালকদের গাড়ি সহ এনে নাগেরজলায় আটকে রাখে সেন্টিগ্রেড রাজ করা মাতব্বরের। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য