স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই :অমরপুর সিন্ডিকেটের মাতব্বরদের দাদাগিরিতে অতিষ্ঠ করবুক, শিলাছড়ি ও যতনবাড়ির বাস চালক ও সহ চালকরা। আবারো এক চালককে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার নতুন বাজার থানার সামনে বিক্ষোভে শামিল হয় বাস চালকরা। বাস চালকরা জানান, তারা যাত্রী নিয়ে অমরপুর বাসস্ট্যান্ডে প্রবেশ করতে যদি কয়েক মিনিট দেরি হয় তাহলে তাদের শারীরিক ভাবে নিগ্রহ করা হচ্ছে।
সম্প্রতি তাদের এই এক সহকর্মী রাস্তায় জ্যামের কারণে দশ মিনিট বিলম্বে অমরপুর বাস স্ট্যান্ডে প্রবেশ করায় সেই গাড়ি চালককে নামিয়ে মারধর করে চাবি রেখে দেয় এবং যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়ি দিয়ে আগরতলা পাঠায়। এরই প্রতিবাদে একটি মিছিল করে নতুন বাজার থানায় ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবি জানানো হয় অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির। তারা আরও জানান অবিলম্বে তাদের জন্য বাস স্ট্যান্ড আলাদা করে দিতে হবে অমরপুরে। নাহলে তারা আগামী দিন আন্দোলনে নামতে বাধ্য হবে। প্রয়োজনে রাস্তা অবরোধ করবে বলে জানান।