স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই : রাজধানীর মেলার মাঠ এলাকায় এক ব্যবসায়ি প্রতিষ্ঠানের চুরি যাওয়া সামগ্রী সহ আটক দুই চোর। বৃহস্পতিবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান, ১১ জুলাই মেলারমাঠের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের টিনের ছাউনি কেটে ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বুধবার মূল চোর অমিত দেব ও তার সহযোগী সজল দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া ল্যাপটপ ও নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার হয়েছে। অমিত দেবের বাড়ি আমবাসা এলাকায়। অপরদিকে সজল দেবনাথের বাড়ি জিবি বাজার এলাকায়। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়।