Friday, July 25, 2025
বাড়িরাজ্যপরীক্ষার সময় অতিক্রান্ত, অথচ বিদ্যালয় তালা, শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত, বৃষ্টি ভিজছে ছাত্র-ছাত্রীরা!

পরীক্ষার সময় অতিক্রান্ত, অথচ বিদ্যালয় তালা, শিক্ষক শিক্ষিকা অনুপস্থিত, বৃষ্টি ভিজছে ছাত্র-ছাত্রীরা!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৭ জুলাই : গুড গভর্নেন্সের ভেরি গুড শিক্ষক-শিক্ষিকা! ঘড়ির কাঁটায় সকাল ১১ টা, অথচ স্কুল এখনো তালা, পরীক্ষা দিতে এসে বিদ্যালয়ের বাইরে বৃষ্টিতে ভিজতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের। এই ছবি উদয়পুর মহকুমা উত্তর চন্দ্রপুর এলাকার তাঁতুয়াটিলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের। জানা যায়, ২০০০ সাল থেকে উদয়পুর মহকুমা উত্তর চন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য যাতে করে, এলাকার ছেলে মেয়েরা পড়াশুনা করতে পারে।

 দীর্ঘদিন পর ২০০৯ সালে এলাকা তাতুয়াটিলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয় স্থাপিত হয় যার নাম দেওয়া হয়েছিল। স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়েদের এই বিদ্যালয়ে ভর্তির প্রবণতা বাড়ে। কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে গেছে। বৃহস্পতিবার বিদ্যালয়ে পরীক্ষা ‌ছিল। কিন্তু সকাল ১১ টা পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকার কোন দেখা নেই। ছাত্র-ছাত্রীদের কাছ থেকে জানা যায় বিদ্যালয়ে শিক্ষকার সংখ্যা সাতজন। এর মধ্যে শিক্ষক পাঁচজন ও শিক্ষিকা দুজন রয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিযোগ নিয়মিতভাবে শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসেন না। বৃহস্পতিবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল।

পরিক্ষার সময় ছিল সকাল ১১ টা থেকে। যথারীতি পরীক্ষা দেবার জন্য ছাত্র-ছাত্রীরা সময়মতো বিদ্যালয় আসলেও সকাল ১১টা পর্যন্ত কোন শিক্ষক বা শিক্ষিকাকে বিদ্যালয়ে আসেন নি। বৃষ্টির মধ্যে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে রয়েছে। তাদের অভিযোগ প্রায় দিনেই বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয়। এই ব্যাপারে প্রধান শিক্ষক মধুসূদন মন্ডলকে জানানো হলেও তার নিরসনে কোন ব্যবস্থা নেই। এ সমস্ত খামখেলিপনার জন্য ছাত্রছাত্রীরা এলাকার এই বিদ্যালয় থেকে মুখ ঘুরিয়ে দিয়েছে। দাবি উঠছে বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ যেন ব্যবস্থা নেয় সেই দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় শিক্ষা দপ্তর কি ব্যবস্থা নেয়, সেদিকে তাকিয়ে আছে এলাকাবাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!