স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ জুলাই : পানীয় জল ও বিদ্যুতের দাবিতে শুক্রবার কমলপুরের কানাইলাল হালাম পাড়ায় আমবাসা -মরাছড়া রাস্তা অবরোধে সামিল হয় কানাইলাল হালাম পাড়া হাইস্কুল ও দেবীছড়া, চানকাপ খ্রিস্টান মিশনারী স্কুলের ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রিদের পাশাপাশি এলাকাবাসিরাও এইদিন সড়ক অবরোধে সামিল হয়।
ছাত্র-ছাত্রী ও গিরিবাসীদের অভিযোগ দিবারাত্র যেই কোন সময় এলাকার বিদ্যুৎ পরিষেবা মুখ থুবড়ে পরে। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে গরমের মধ্যে স্কুল ও হোষ্টেল গুলির ছাত্র ছাত্রী এবং এলাকাবাসীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকার কারনে এলাকার জলের পাম্প মেশিন গুলিও অচল হয়ে রয়েছে। দূরদূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে এলাকাবাসিদের। গত একবছর ধরে এই সমস্যার মধ্যদিয়ে দিন যাপন করতে হচ্ছে কানাইলাল হালাম পাড়ার বাসিন্দাদের। তাই এইদিন এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা সড়ক অবরোধে সামিল হয়।
দীর্ঘ ৬ ঘণ্টা সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে কচুছড়া থানার পুলিশ। অবশেষে কচুছড়া থানার পুলিশের হস্তক্ষেপে সড়ক অবরোধ মুক্ত হয়।