স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১২ জুলাই : আগামী ১৪ জুলাই রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রোটারি ক্লাব অফ আগরতলা থ্যালাসেমিয়া প্রতিরোধ ও সচেতন বিষয়ক জেলা ভিত্তিক এক কর্মশালার আয়োজন করা হবে। এই কর্মশালায় উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
শনিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ডাক্তার কিশালয় ঘোষ। তিনি বলেন, এই ধরনের কর্মশালার মূলত উদ্দেশ্য হলো থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা। এর জন্য ত্রিপুরায় থ্যালাসেমিয়া ক্যারিয়ার স্ক্রিনিংয়ের পাশাপাশি ক্যান্সার সম্পর্কিত রোগ নির্ণয় ও চিকিৎসা পরিষেবা জন্য সহায়তা প্রদান করা। কারণ থ্যালাসেমিয়া রোগ বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ রোগের কোন ভ্যাকসিন বা ওষুধ নেই। সচেতনতাই এ রোগ থেকে মুক্তি দিতে পারে বলে জানান তিনি। এই কর্মশালার পরিচালক হলেন ডাক্তার সুমা মুখোপাধ্যায়।