স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৪ জুলাই : কমলপুরের ছোট সুরমা আশিস দাস হত্যা কাণ্ডে গ্রেপ্তার ভাড়াটে খুনি মনোজ কাকু ওরফে মনোজ গুনকে। আগরতলার প্রতাপগড় গোপন ডেরা থেকে মনোজ কাকুকে গ্রেপ্তার করা হয়। সোমবার মনোজ কাকু, প্রশান্ত দাস ও প্রাণেশ বনিককে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। ১৭ জুলাই তাদেরকে পুনরায় আদালতে সোপর্দ করা হবে। জানা গেছে, কমলপুরের ছোট সুরমা আশিস দাস হত্যা কান্ডে ধৃত আর কে আই ইট ভাটার ম্যানেজার প্রশান্ত দাসের বয়ান অনুযায়ী ভাড়াটে খুনি মনোজ কাকু অর্থাৎ মনোজ গুনকে শনিবার আগরতলার প্রতাপগড় এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার ধৃত মনোজ গুন সহ প্রশান্ত দাস ও প্রানেশ বনিককে কমলপুর আদালতে সোপর্দ করা হয়। পুলিশের পক্ষ থেকে এইদিন তাদের চার দিনের পুলিস রিমান্ডের আর্জি জানায়। সরকার পক্ষের আইনজীবী শ্যামল কান্তি পাল জানান এইদিন আদালতে মনোজ গুন সহ প্রশান্ত দাস ও প্রানেশ বনিকের চার দিনের পুলিশ রিমান্ডের আবেদনের উপর শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। ১৭ জুলাই তাদেরকে পুনঃরায় আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান মনোজ গুনকে রবিবার আদালতে সোপর্দ করে তিন জনের ৪ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানায় পুলিশ। কিন্তু প্রাণেশ বনিক ও প্রশান্ত দাস জেলে থাকায় রবিবার পুলিশের রিমান্ডের আবেদনটি রিজার্ভে রাখেন। সোমবার তিন জনকে এক সাথে আদালতে সোপর্দ করার পর আদালত তাদেরকে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়। আশিস দাস হত্যা কান্ডের সাথে জড়িত এখনো পর্যন্ত মোট ৮ জন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মধ্যে ইট ভাটার মালিক সৌভিক দাসও রয়েছেন। বর্তমানে সৌভিক দাস জেল হেপাজতে রয়েছে। উল্লেখ্য, ইট ভাটার জমি সংক্রান্ত বিষয় নিয়ে জমির মালিক আশিস দাসকে ১৬ জুন ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করে কমলপুর-আমবাসা সড়কের বড়লুতমা পাকা ব্রীজের নিচে ছড়ার জলে ফেলে দেওয়া হয়।