Saturday, February 15, 2025
বাড়িরাজ্যআদর্শ মাতৃত্ব অভিযানের সূচনা ১ জুলাই

আদর্শ মাতৃত্ব অভিযানের সূচনা ১ জুলাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ জুন : আগামী ১ জুলাই আদর্শ মাতৃত্ব অভিযানের সূচনা হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। ২০২২-২৩ অর্থবছরে সারা রাজ্যে গর্ভবতী মহিলার সংখ্যা প্রায় ৫৯,৮৭০ জন ধরা হয়েছে। প্রথম পর্যায়ে আদর্শ মাতৃত্ব অভিযানে সারা রাজ্যে প্রায় ২৯ হাজার ৯৩৭ জন গর্ভবতী মহিলাদের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। এই অভিযানের প্রথম পাঁচ দিন আশা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এলাকার প্রজননক্ষম দম্পতি এবং গর্ভবতী মহিলাদের তালিকা তৈরি করবেন।

প্রজনন ক্ষমতা পরিবার পরিকল্পনা সম্বন্ধে তথ্য নিয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে সাব সেন্টারে গর্ভবতী মহিলার প্রাথমিক রেজিস্ট্রেশন সুনিশ্চিত করা হবে। বুধবার এন এইচ এম এর সদর দপ্তর এর কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে আদর্শ মাতৃত্ব অভিযান প্রসঙ্গে জানান এন এইচ এম এর রাজ্য অধিকর্তা ডাক্তার সিদ্ধান্ত শিব জয়সবাল। মূল উদ্দেশ্য গর্ভবতী মহিলা ও গর্ভজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করা। অভিযান চলাকালীন সকল গর্ভবতী মহিলার প্রাক-প্রাথমিক পরীক্ষা এবং টি ডি টিকা সুনিশ্চিত করা হবে। উপ-স্বাস্থ্যকেন্দ্র স্তরে বয়সন্ধিকালীন দম্পতিদের তালিকা তৈরি করা হবে। প্রতিটি গর্ভবতী মহিলার স্বাস্থ্য দেখভালের জন্য একজন কমিউনিটি হেলথ অফিসার , এ এন এম থাকবেন। আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীরা গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের পর্যবেক্ষণ করবেন। এই অভিযানের লক্ষ্য প্রতিটি গর্ভবতী মায়ের সুরক্ষা সুনিশ্চিতকরণ। যেকোনো জরুরি পরিস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিরা ও গর্ভবতী মহিলাদের পাশে থাকবেন এবং প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য গর্ভবতী মহিলাদের উৎসাহিত করবেন। এই অভিযান চলাকালীন সময়ে বিভিন্ন পরিষেবা বিনামূল্যে সুনিশ্চিত করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য