Saturday, December 13, 2025
বাড়িরাজ্যবুধবার রাজ্যজুড়ে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে

বুধবার রাজ্যজুড়ে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : বুধবার রাজ্যজুড়ে দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলার ১২ টি জায়গায় হবে এই মহড়া। এর মধ্যে ছয়টি জায়গায় বন্যা সংক্রান্ত বিষয়ে মহড়া এবং বাকি ছয়টি জায়গায় হবে ভূমি ধস সংক্রান্ত মহড়া। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে দুর্যোগ মোকাবিলার সাথে জড়িত টিমের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের পর একথা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার।

তিনি জানান, অনুষ্ঠানটি শুরু হবে উমাকান্ত ময়দান থেকে। তারপর মহড়ার টিম নিজ নিজ স্থানে মহড়ার দায়িত্ব পালন করতে চলে যাবেন। সদর এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হবে চারটি স্থানে। এর মধ্যে রয়েছে আনন্দনগর বোটেলিং পার্ক, বিদ্যাসাগর লেইক, এমবিবি লেইক, আইজিএম হাসপাতালে। এই মহড়ায় আসাম রাইফেলস, দমকল কর্মী, পুলিশ, ওএনজিসি, স্বাস্থ্যকর্মীরা অংশ নেবেন বলে জানা যায়। এই মহড়ার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা টিমে যারা নিয়োজিত রয়েছেন তাদের প্রস্তুতিও দেখা হবে। এই মহড়ার পেছনে গুরুত্ব দেওয়ার বিশেষ কারণ হলো বিগত বছর ত্রিপুরা রাজ্য বড়সড় বন্যার সম্মুখীন হয়েছিল। সেদিকে গুরুত্ব দিয়ে এই মহড়ার আরো বেশি জোড় দেওয়া হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য