Friday, November 22, 2024
বাড়িরাজ্যরাজ্য সফরে এলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী

রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান মন্ত্রকের প্রতিমন্ত্রীর রাজ্য ত্যাগের পরেই রাজ্যে এলেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী। গত এক সপ্তাহে তিন কেন্দ্রীয় মন্ত্রী  রাজ্য সফরে এলেন। শনিবার কেন্দ্রীয় এমএসএমই প্রতিমন্ত্রী রাজ্য এসে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথে দেখা করার পাশাপাশি বেশ কিছু কর্মসূচিতে অংশ নেন।

 ত্রিপুরায় মধু প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন ও খাদি বোর্ডের কাজ নিয়ে  পর্যালোচনা করলেন কেন্দ্রীয় এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা। রাজ্য  সফরে এসে খাদি ও গ্রামোদ্যোগকে আরো প্রসারিত করার বিভিন্ন দিক খতিয়ে দেখেছেন। খাদি বোর্ডের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন তিনি। খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য বলেন, এমএসএমই রাষ্ট্র মন্ত্রী ভানু প্রতাপ ভার্মা খাদি ও গ্রামোদ্যোগের বিভিন্ন কাজকর্ম পর্যালোচনা করার পাশাপাশি  আগরতলায় মধু প্রক্রিয়াকরণ কেন্দ্রের সবিস্তারে খোজ নিয়েছেন ।  ত্রিপুরায় মধু উত্পাদকদের কাছ থেকে সংগৃহিত মধু প্রক্রিয়াকরণে একটি কেন্দ্র স্থাপিত হয়েছে। সেখানে মধু প্রক্রিয়াকরণের পর প্যাকেজিং এবং বিপণনের ব্যবস্থা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী এ-বিষয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি ওই কেন্দ্রটি পরিদর্শনও করেছেন।

কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। কেভিআই এবং টিকেভিআই যৌথভাবে এই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই নতুন ভবনের শিলান্যাস করেছিলেন। কেন্দ্রীয় রাষ্ট্র মন্ত্রী ওই ভবনটি পরিদর্শন করেছেন। পাশাপাশি, খাদি ও গ্রামোদ্যোগ-র পরিসর বিস্তারে কেন্দ্রীয় সরকার সমস্ত রকম সহায়তা করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

মন্ত্রী লিচুবাগানে বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউট (বিসিডিআই) পরিদর্শন করেন এবং বাঁশের তৈরি বিভিন্ন নমুনা পরিদর্শন করেন।  তিনি ইনস্টিটিউটে একটি প্রশিক্ষণ প্রোগ্রামও পরিদর্শন করেছেন।যেখানে মহিলা দলগুলি কারুশিল্পের প্রশিক্ষণ নিচ্ছে।  মন্ত্রী বাঁশ বেতের কাজ করার প্রশংসা করেন।  নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি অ্যাপ্লিকেশান অ্যান্ড রিসার্চের (নেকটর) মহাপরিচালক ড.  অরুণ কুমার শর্মা, বিসিডিআই প্রধান ড.  অভিনব কান্ত, নেক্টার উপদেষ্টা এম পি ভরদ্বাজ, এমএসএমই-এর পরিচালক আর কে গিরি, শিল্প ও বাণিজ্য সচিব ড.  পিকে গোয়েল, শিল্প ও বাণিজ্যের পরিচালক তরী কান্তি চাকমা, খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের (কেভিআইসি) পরিচালক বিক্রম খন্দেকার এবং খাদি ও গ্রামীণ শিল্প বোর্ডের (কেভিআইবি) চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য  উপস্থিত ছিলেন।

মন্ত্রী নন্দনগরে একটি মৃৎশিল্প পরিদর্শন করেন।  মন্ত্রী কথা বলেন ঐতিহ্যবাহী কারিগরদের সঙ্গে।  কারিগররা আগে হাত দিয়ে মৃৎপাত্র খোদাই করতেন কিন্তু খাতির এর অধীনে ১০ দিনের প্রশিক্ষণ নেওয়ার পরে, তারা এখন বৈদ্যুতিক মেশিনের সাহায্যে মৃৎপাত্র খোদাই করে যা তাদের আগের চেয়ে বেশি উপার্জন করতে সহায়তা করছে।  ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের প্রতিমন্ত্রী ভানু প্রতাপ সিং ভার্মা তার অফিসিয়াল টুইটে বাঁশের তৈরি বিভিন্ন ধরণের পণ্যের জন্য তার প্রশংসা প্রকাশ করেছেন।এর আগে কেন্দ্রীয় মন্ত্রী শুক্রবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাথেও সৌজন্য সাক্ষাত করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যের বাশবেত শিল্পের নির্দেশন গাছের শিকড় দিয়ে তৈরী শিবের মূর্তি উপহার দিয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য