স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের ভাই তপন দত্ত। তিনি এদিন প্রায় দেড় শতাধিক পরিবার নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে যোগদান সভায় জানান তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব। তৃণমূল কংগ্রেসের এক কর্মীর বাড়িতে যোগদান সভাটি শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব জানান তপন দত্ত দীর্ঘদিনের লড়াকু নেতা ছিলেন। শুক্রবার তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এতে স্পষ্ট ত্রিপুরা রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রভাব এবং প্রতাপ বাড়ছে। আর বিজেপি জনসমর্থন কমছে। আগামী দিনে বহু বিধায়ক পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আসতে চলেছে বলে পরিষ্কার বলে দেন তিনি। এদিকে বিধায়কের ভাই তপন দত্ত দুঃখ প্রকাশ করে বলেন, বিজেপি’কে যারা প্রতিষ্ঠা করেছেন তাদের বিজেপি মূল্যায়ন করতে পারেনি দীর্ঘ সাড়ে তিন বছরেও। তাই বিজেপি সংস্কারপন্থীরা স্থির করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তারা বলে জানান তিনি। তিনি আরো বলেন বিজেপি মানুষের সঙ্গে জুমলাবাজি করছে। উল্টোপাল্টা কথা বলছে। তাই এখন আর মানুষ তাদের উপর আস্থা রাখতে পারছে না। মানুষ মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। যোগদান সভায় দলীয় পতাকা তপন দত্তের হাতে তুলে দিয়ে দলের স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ।