স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জুন : নির্বাচন সমাপ্ত হওয়ার পরেও রাজনৈতিক সন্ত্রাস’ পিছু ছাড়ছে না সুরমা বিধানসভা কেন্দ্রে। পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে দাপিয়ে বেড়াচ্ছে এলাকায় রাজনৈতিক দুর্বৃত্তরা। যার সাক্ষী রয়েছে সুরমা বিধানসভা কেন্দ্রের আপামর জনগণ।
জানা যায়, ৪৬ নং সুরমা কেন্দ্রের ২৩ নং বুথের সি পি আই এম -র পোলিং এজেন্ট নান্টু দাস ‘র স্কুটি পুড়িয়ে দিল শাসকদলের দুষ্কৃতীরা। অভিযোগ শুক্রবার গভীর রাতে স্কুটিটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এদিকে ভোটের দিন ১৫ নং বুথ ‘র সি পি আই এম র এজেন্ট অখিল দাসের নতুন স্কুটিটি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। থানায় মামলা করা হলেও স্কুটিটির কোনো খোঁজ মিলে নি। ঘটনা পূর্ব চলুবাড়ি এলাকায়। ঘটনা সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। এই ধরনের সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ বিস্তার করছে।