স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : আহত পুলিশকর্মীকে জিবি হাসপাতালে দেখতে গেলেন বিরোধী দলনেতার মানিক সরকার। ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। জানা যায়, বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে ভোট দিতে গিয়ে বহিরাগতদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছিলেন পুলিশ কর্মী সমীর সাহা। কিন্তু তারপরও সমীর সাহা ভোট দিতে যাওয়ার চেষ্টা করলে বহিরাগত দুষ্কৃতিরা ধারালো ছুরি দিয়ে সমীর সাহার পেটে আঘাত করে। এতে গুরুতর ভাবে আহত হন তিনি।
বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে সমীর সাহার। জিবি হসাপাতালে চিকিৎসাধীন সমীর সাহাকে দেখতে যান বিরোধী দলনেতা মানিক সরকার। জিবি হাসপাতালে গিয়ে আহত সমীর সাহার সাথে কথা বলে ঘটনার বিষয়ে অবগত হন। তার চিকিৎসার খোঁজখবর নেন। বিরোধী দলনেতা মানিক সরকার এইদিন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সাথেও কথা বলেন। পরে বিরোধী দলনেতা মানিক সরকার জানান মানুষের মনোভাবের পরিবর্তন হচ্ছে। এই ভাবে কেউ পার পাবে না। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় ভোট লুট হয়েছে। বিধানসভার বাইরে থেকে লোক আনা হয়েছে। এর তীব্র নিন্দা জানান বিরোধী দলনেতা মানিক সরকার।