স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জুন : স্নান করতে গিয়ে জলে তলিয়ে গেলো এক গৃহবধূ। জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং এডিসি ভিলেজের নারদ পারায় এক পরিত্যক্ত জলাশয়ে এলাকার গৌরি মালা ত্রিপুরা নামে এক গৃহবধূ জলের নিচে তলিয়ে যায়।
খবর দেওয়া হয় বাইখোড়া থানার পুলিশ ও ডিজেষ্টার ম্যানেজমেন্টের টিম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তল্লাশি শুরু করে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।