স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুলাই : বুলেরো গাড়ির চাকা খুলে নিয়ে গেলো চোরের দল। ঘটনা শনিবার গভীর রাতে বিশালগড় থানাধীন চড়িলাম ব্লকের ব্রজপুর কানাই বাড়ী এলাকায়। গাড়ির মালিকের নাম লিটন সাহা জানান ওনার বাড়িতে গাড়ি নিয়ে যাওয়া যায় না। তাই বাড়ি থেকে কিছুটা দূরে প্রতিদিন গাড়িটি পার্কিং করে রাখেন। শনিবারও নির্ধারিত জায়গায় গাড়ি রেখে তিনি বাড়িতে চলে যান।
কিন্তু রাতের বেলায় চোরেরা ওনার গাড়ির একটি চাকা খুলে নিয়ে যায়। রবিবার সকালে তিনি গাড়ির কাছে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন। তিনি জানান গাড়ির চাকা চোরেরা খুলে নিয়ে যাবে ভাবা যায় না। কানাই বাড়ী এলাকায় ক্রমশ চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু দিন পূর্বে ওনার এক ভাইয়ের ইকো গাড়ির চাকা খুলে নিয়ে গেছে চোরের দল।