স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুলাই : রবিবার ভারতের কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য পরিষদের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য সম্মেলনের ঘোষণা দেওয়া হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত সিপিআই রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য। তিনি বলেন, আগামী ২১ থেকে ২৫ সেপ্টেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে পাঞ্জাবের চন্ডিগড়ে।
এই সম্মেলনকে সামনে রেখে রাজ্য সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে। পার্টি কংগ্রেসকে সামনে রেখে ত্রিপুরা রাজ্যে ও বিভিন্ন মহকুমা ও অঞ্চল সহ শাখা সংগঠনগুলির সম্মেলন সম্পন্ন হয়েছে। রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ১৩ এবং ১৪ জুলাই দলের সদর দপ্তরে। এটা ২৩ তম রাজ্য সম্মেলন। সম্মেলনের পর নতুন রাজ্য পরিষদ গঠন করা হবে। কেন্দ্রীয় নেতৃত্বে হিসেবে রাষ্ট্রীয় সচিব কে নারায়ন উপস্থিত থাকবেন। এ সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।