স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৬ জুলাই : শনিবার দিনভর নাটকের পর রবিবার আচমকা রাজভবনে গেলেন তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মন। শনিবার সকালে তিপ্রা মথা বিধায়ক রঞ্জিত দেববর্মা সাংবাদিক সম্মেলন করে জানান তিপ্রা মথা সরকার থেকে সমর্থন তুলে নেবে। তারপর তিপ্রা মথা সুপ্রিমো জানান রঞ্জিত দেববর্মা কি বলেছে তা তিনি জানেন না।
এই নাটকের পর রবিবার আচমকা রাজ ভবনে গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্যতামূলক সাক্ষাৎ করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে রাজভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকার দিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যা রাজ্যবাসীর ভবিষ্যতের সঙ্গে জড়িত। বেআইনি কার্যকলাপের ফলে এর প্রভাব ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চল এবং গোটা দেশের উপর পড়বে। মুখ্যমন্ত্রীর সাথেও রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিনিয়তই কথা হয়। এগুলি দ্রুত সমাধান হবে বলে অভিমত ব্যক্ত করেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।