স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ জুলাই : ২২ দিন কেটে গিয়েছে। এখনও কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পঞ্চম প্রজন্মের ‘স্টেল্থ’ লড়াকু জেট ‘এফ-৩৫বি লাইটনিং টু’-কে নড়ানো যায়নি! ওই জেটের ত্রুটি মেরামত করতে ব্রিটেন থেকে ইঞ্জিনিয়ারদের একটি নতুন দল এসেছে। আদৌ লড়াকু জেটটি মেরামত করে ওড়ানো সম্ভব না কি অন্য বিমানের পেটে ঢুকিয়ে ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তাই খতিয়ে দেখবে তারা।
সূত্রের খবর, ‘এফ-৩৫বি’ জেটটি ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমানের ব্যবস্থা করা হয়েছে। ইঞ্জিনিয়ারেরা প্রাথমিক ভাবে পরিস্থিতি মূল্যায়ন করেছেন। মনে করা হচ্ছে, ওই জেটের ত্রুটি মেরামতের জন্য আরও প্রযুক্তিগত দক্ষতা এবং সরঞ্জামের প্রয়োজন। সেই সব সরঞ্জাম ব্রিটেন থেকে আনা সম্ভব কি না, তা বিবেচনা করা হচ্ছে।
গত ১৫ জুন জ্বালানি কম থাকায় কেরলে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির যুদ্ধবিমানটি। অবতরণের পরে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। কিন্তু এত দিন ধরে চেষ্টার পরেও ওই যান্ত্রিক ত্রুটি এখনও মেরামত করা যায়নি। আগেও ব্রিটেন থেকে সামরিক ইঞ্জিনিয়ারের দল এসেছে ভারতে। তবে যান্ত্রিক ত্রুটি মেরামত করা সম্ভব হয়নি। রবিবার আবার এক দল ইঞ্জিনিয়ার এসেছে।