স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কেন্দ্র করে রাজ্যের সামাজিক মাধ্যমে এক প্রকার কটুক্তি চলছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার আগরতলা গাউছিয়া সমিতি ইন্দ্রানগর মসজিদে একটি প্রতিবাদ সমাবেশ সংঘটিত করা হয়।
এদিন সমাবেশ থেকে আগরতলা গাউছিয়া সমিতির খদিত মোহাম্মদ নজরুল ইসলাম জানান গত এক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে -নিয়ে কটুক্তি চলছে। এ ধরনের শান্তি সম্প্রীতি বিনষ্টকারীদের তীব্র নিন্দা জানানো হচ্ছে। বিগত বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে এখনো রাজ্যে আগুন জ্বলছে। যারা মানুষের মধ্যে সুভ্রাতৃত্বময় সম্পর্ক নষ্ট করে অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ বলে জানান তিনি।
এবং রাজ্য সরকারের কাছে দাবি জানানো হচ্ছে যারা শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যাতে আইনত কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি পানিসাগর, কাকড়াবন, বিশালগড়, আগরতলা কৃষ্ণনগর, চন্দ্রপুর এলাকার মসজিদে আক্রমণ হয়েছে বলে এদিন অভিযোগ তুলেছে প্রতিবাদে অংশগ্রহণকারীরা।