স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : পানিসাগরের ঘটনা কে সামনে রেখে রাজ্যে সমস্ত প্রকার ধর্মীয় সভা এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছে। আজ রাজ্য পুলিশের মহানির্দেশক এর কক্ষে আয়োজিত পর্যালোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় পশ্চিম জেলার পুলিশ।
বাংলাদেশের চট্টগ্রামে শ্রী শ্রী রাম ঠাকুরের সমাধিক্ষেত্র ও মন্দির হামলার প্রতিবাদে রাম ঠাকুর ভক্তদের সারা রাজ্যে শনিবার মৌন প্রতিবাদ মিছিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সরকারি বিধি নিষেধ এর ফলে আগামীকাল এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।