স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৪ জুলাই : মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রীদের শিক্ষার অধিকার বঞ্চিত করার অভিযোগ উঠল। জানা যায়, গত বুধবার তুলসীবতী বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আলাদা পোষাকের নিয়ম রয়েছে। কিন্তু এদিন দুই ছাত্রী নির্ধারিত পোষাক পরিধান করে না আসায় শিক্ষিকা টুলু রানীর নির্দেশে দুই ছাত্রীকে এদিনের জন্য বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।
তাই অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন এবং এ ব্যাপারে একটি ডেপুটেশন প্রদান করে। তারা অভিযোগ করেন শুধুমাত্র ভুলবশত প্রাথমিক বিভাগের দুই ছাত্রী বুধবার নির্ধারিত পোষাক পরিধান করে না আসায় শিশুর শিক্ষার অধিকার ও মানসিকভাবে আঘাত করা হয়েছে। সেই দিন ভুলের জন্য ছাত্রীরা পাঠগ্রহণের সুযোগ হারায়, ক্ষতি হয় তাদের মনোবল। শিশুরা ভুল করলে, তাকে শুধরে দেওয়ার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু অপমান করার নয়। শিশুদের চোখে ভয় নয়, ভালোবাসা জাগানোই সত্যিকারের শিক্ষক শিক্ষিকার পরিচয়। উক্ত শিক্ষিকার পূর্বতন আচরণ নিয়েও সংবাদমাধ্যমে একাধিক অভিযোগ বারবার প্রকাশিত হয়েছে। সুতরাং এটি নিছক একদিনের ঘটনা নয় এটি একটি চলমান অব্যবস্থার চিত্র, যা থামানো অত্যন্ত জরুরি।
অভিভাবকরা জোরালোভাবে দাবি জানায়- অবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক। প্রাথমিক বিভাগে যোগ্য, সহানুভূতিশীল ও দায়িত্ববান শিক্ষিকাদের নিয়োগ নিশ্চিত করা হোক। বিদ্যালয়ে যেন আর কোনো শিশুকে এমন অন্যায় আচরণের শিকার না হতে হয়, তার জন্য নিয়মিত তদারকি ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হোক। এদিন তারা প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য একটি চিঠি তুলে দেন।