স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই : বেসরকারি নিরাপত্তা রক্ষীর বাড়িতে হানা দিল নিশি কুটুম্বের দল। চুরি করে নিয়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। ঘটনা বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায়। এলাকার বাসিন্দা রামকুমার দাস একটি কোম্পানিতে বেসরকারি নিরাপত্তা রক্ষির কাজ করেন। বুধবার রাতে তিনি নাইট ডিউটিতে ছিলেন। বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা।
এই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দুটি ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা প্রত্যক্ষ করে বাড়ির লোকজন খবর দেয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। রামকুমার দাসের বড় বোন জানান বুধবা রাতে ওনার ছোট বোন ওনার বাড়িতে ছিল। ওনার ভাই ডিউটিতে ছিল। বাড়িতে কেউই ছিল না। এই সুযোগে চোরের দল ওনার ভাইয়ের ঘর থেকে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার সবকিছু চুরি করে নিয়ে গেছে।