স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ জুলাই :আগামী ৯ জুলাই ধর্মঘটের ডাক দিয়ে গোটা রাজ্যে আন্দোলন কর্মসূচি সংঘটিত করছে বামেরা। বৃহস্পতিবার উদয়পুর, ধর্মনগর এবং তেলিয়ামুড়া সহ বিভিন্ন জায়গায় এই ধর্মঘট সমর্থন করার দাবিতে রাস্তায় নামেন দলীয় নেতৃত্ব ও কর্মী সমর্থক। নয়া শ্রম কোড বাতিল করা, রেগা মজুরি এবং শ্রম দিবস বৃদ্ধি করা, বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা সহ মোট ১৭ দফা দাবি তাদের। এই ধর্মঘট সমর্থন করে না রাজ্য সরকার। রাজ্য সরকার সমস্ত সরকারি অফিস খোলা রাখার জন্য নির্দেশিকা জারি করেছে। এই ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার উদয়পুর শহরে পাঁচটি বামপন্থী দলের আহবানে অনুষ্ঠিত হয় এক মিছিল।
মিছিলটি জামতলা সিপিআইএম মহকুমার কমিটির অফিস কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পাড় হয়ে নিউ টাউন রোড ও থানা কর্নার হয়ে জামতলাতে গিয়ে শেষ হয় মিছিল। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত বলেন ১৭ দফা দাবির সমর্থনে আগামী ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বামপন্থী দল। দাবিগুলো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন চারটি শ্রমকোড ও সংহিতা অবিলম্বে বাতিল করা, পুরানো পেনশন স্কিম পুনর্বহাল করা ও ইউপিএস বাতিল করা, সংগঠিত, অসংগঠিত ও কৃষি শ্রমিক সহ সকল শ্রেণীর শ্রমিকদের জন্য নয় হাজার টাকা সর্বনিম্ন পেনশন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়। বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিগুলির ব্যাখ্যা করা হয়।
দিলীপ দত্ত বলেন, আগামী ৯ জুলাই বনধকে সফল করে তোলার জন্য সব অংশের মানুষের কাছে আহ্বান জানান বামপন্থী দলের নেতৃত্ব। ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে ধর্মনগরে সিপিআইএম-এর মিছিল। ১০ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের আহ্বানে আগামী ৯ জুলাই দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছে। এই ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার ধর্মনগরে মিছিল সংগঠিত করলো সিপিআইএম। এইদিন দুপুরে সিপিআইএম ধর্মনগর মহকুমা পার্টি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত, সিপিআইএম ধর্মনগর মহকুমার সম্পাদক অভিজিৎ দে, প্রাক্তন মন্ত্রী ও সিপিআইএম নেত্রী বিজিতা নাথ সহ অন্যান্যরা। তাঁরা শ্রমিক স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের উপর জোর দেন এবং ৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটকে সফল করার আহ্বান জানান। এদিকে ধর্মঘটের সমর্থনে তেলিয়ামুড়াতে সিপিআইএম দলের বিভিন্ন গন সংগঠন সমূহের যৌথ উদ্যোগে মিছিল সংঘটিত হয়। এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরের বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্ব আগামী ৯ জুলাই সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানান।তেলিয়ামুড়ার সিপিআইএম কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় একই জায়গায় শেষ হয়। নেতৃত্ব জানান, শ্রম কোড বাতিল করতে হবে, রেগার মজুরি সহ শ্রমদিবস বৃদ্ধির করা সহ ১৭ দফা দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। পাশাপাশি তারা আজকের এই কর্মসূচি থেকে গোটা তেলিয়ামুড়া সহ রাজ্যের সাধারণ মানুষ যাতে করে এই ধর্মঘটকে সার্বিকভাবে সফল করেন তার জন্য আহ্বান জানান। তবে এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে তেমন কোন উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিরোধীদের পক্ষ থেকে দাবি মানুষ তাদের সাড়া দিচ্ছে। ধর্মঘট সফল হবে। অপরদিকে রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এক নির্দেশনামায় জানানো হয়েছে যে, ধর্মঘটের দিন রাজ্য সরকারের অধীনে থাকা সমস্ত অফিস, সরকার অধিগৃহীত সংস্থা স্বাভাবিকভাবে কাজ করবে। ঐদিন সমস্ত সরকারি কর্মচারিী ও সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন। সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মচারিদের দ্বারা এই নির্দেশাবলীর লঙ্ঘন হলে তা গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়াও ঐদিন বিভিন্ন অফিসে কর্মচারিদের উপস্থিতির বিষয়ে একটি রিপোর্ট ৯ জুলাই, ২০২৫ দুপুর ১২ টার মধ্যে সাধারণ প্রশাসন বিভাগে প্রেরণ করতে হবে।