স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ জুলাই :বুধবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ বিদ্যালয় এন এস এস শিবিরের সমাপ্ত অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য। তিনি অনুষ্ঠানের উদ্বোধন করে সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, এ ধরনের শিবিরের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সামাজিক শিক্ষায় শিক্ষিত করা হয়। ছাত্র-ছাত্রীরা পরিবেশকে কিভাবে রক্ষা করবে সে বিষয়ে অবগত হয়।
সেদিকেই গুরুত্ব দিয়ে বাণীবিদ্যা পীঠ বিদ্যালয়ে সাত দিনব্যাপী শিবির অনুষ্ঠিত হয়। গত সাত দিনে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের কর্মসূচি গ্রহণ করার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান সাংসদ রাজিব ভট্টাচার্য।