Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যঅগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সারা ভারত কৃষক সভা

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সারা ভারত কৃষক সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : অগ্নিপথ প্রকল্প চালু করে দেশে সেনাবাহিনী নিয়ে রাজনীতিকরণ করতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। সেনাবাহিনী ঐতিহ্য নষ্ট করে দেশের ইতিহাস এবং সার্বভৌমত্বের উপর আঘাত আনার অধিকার নেই। এমনটাই অভিযোগ তুলে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কিষান মোর্চা যৌথ উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করা হয়।

এদিন ছাত্র-যুব ভবনের সামনে থেকে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলের পর সভায় বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি জানান এই প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার দেশে সার্বভৌমত্বের উপর আঘাত আনতে চাইছে। দেশের ঐতিহ্য নষ্ট করে দিচ্ছে বিজেপি সরকারের এই সিদ্ধান্ত। এ ধরনের দেশের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত আগে কখনো নেয় নি কোন সরকার বলে জানান পবিত্র কর। তিনি আরো বলেন, সরকার চার বছরের জন্য দেশের সেনাতে নিয়োগ করে, পরে বিজেপি দলীয় অফিস খোলার জন্য দারোয়ান হিসেবে রাখবে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতৃত্ব। এধরনের মন্তব্য এবং অগ্নিপথ প্রকল্পে তীব্র নিন্দা জানায় সারা ভারত কৃষক সভা। বিজেপির এই অগ্নিশিখা দেশ বিরোধী সিদ্ধান্ত। এবং এর সাথে যুক্ত রয়েছে দেশের বহু কৃষক পরিবার। কারণ কৃষক পরিবারের ছেলে মেয়েরাই অধিকাংশ ক্ষেত্রে সেনাবাহিনীকে যোগদান করে। সুতরাং এভাবে দেশে কৃষক পরিবার এবং যুব সমাজের উপর আঘাত আনা তীব্র নিন্দা জানান পবিত্র কর। নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির নেতৃত্ব সরকারের অগ্নিপথ প্রকল্প অবিলম্বে বাতিল করার দাবি জানায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য