Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যসন্ত্রাস রুখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া জরুরী : শত্রুঘ্ন সিনহা

সন্ত্রাস রুখতে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া জরুরী : শত্রুঘ্ন সিনহা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : প্রতিশ্রুতি পালন করতে না পেরে গত চার বছরে শাসকদল বিজেপি ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। তাই আসন্ন উপনির্বাচনে বাইক বাহিনী দিয়ে সন্ত্রাস করে ক্ষমতায় থাকতে চাইছে। বিষয়টি নির্বাচন কমিশনের অত্যন্ত গুরুত্বের সাথে দেখা দরকার। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা।

 তিনি বলেন বিজেপি গোটা দেশ থেকেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ত্রিপুরা বাসীর কাছ থেকে তাদের কোনো রকম সমর্থন মিলছে না। মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে শুরু করেছে। তাই তারা আসন্ন নির্বাচন প্রহসনে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। কিন্তু জনগণ তাদের কোন রকম ভাবেই সমর্থন করবে না। যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ তাদের সমর্থন করেনি, একইভাবে আসন্ন উপনির্বাচনে ত্রিপুরার মানুষ তাদের সমর্থন করবে না বলে আশা ব্যক্ত করেন তিনি। আরো বলেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে বিজেপি বহু চেষ্টা করেছে। এবং বলেছে দুই শতাধিকের অধিক আসন নিয়ে তারা ক্ষমতায় আসবে। কিন্তু জয় তাদের হয়নি। পশ্চিমবঙ্গের মানুষ মা-মাটি-মানুষের সরকারকে সমর্থন করেছে। তাই আসন্ন উপনির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধার করতে তৃণমূল কংগ্রেসের সমর্থন করতে আহ্বান জানান শ্রী সিনহা। নির্বাচনী প্রহসনে পরিণত করতে চাইছে শাসক দল বিজেপি। তাই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং মানুষের অধিকার ফিরিয়ে দিতে তৃণমূল কংগ্রেসকে সহযোগিতা করতে রাজ্যে এসেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা বলে জানান তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক। এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব সহ অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য