Monday, February 10, 2025
বাড়িরাজ্যআবারো সুদীপের বিরুদ্ধে সাফাই সুশান্তের

আবারো সুদীপের বিরুদ্ধে সাফাই সুশান্তের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ জুন : রবিবার রাতে আগরতলা বিধানসভা কেন্দ্রের উজান অভয়নগরে দুষ্কৃতকারীদের হাতে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা উপনির্বাচনে এই আসনের কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ। ঘটনাস্থল থেকেই দলীয় কর্মীরা তাকে আই এল এস হাসপাতালে নিয়ে যান।

 হাসপাতাল থেকে ফিরে এসে সুদীপ রায় বর্মণ মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করেন। এদিনই কৃষ্ণনগরে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বি জে পি নেতা তথা তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীও। ছিলেন আগরতলা কেন্দ্রের বি জে পি প্রার্থী ডা. অশোক সিনহাসহ অন্যান্যরা। সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, সুদীপ বর্মণকে নিয়ে কংগ্রেসের ছেলেদের লাঠি সোঁটা নিয়ে এগিয়ে যেতে দেখা গেছে। তাদের উপর আক্রমণের কোনো ছবি ধরা পড়েনি। ওখান থেকেই গভীর রাতে আই এল এস হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন সুদীপ রায় বর্মণ। আহত হবার কথা বলে তিনি নাটক মঞ্চস্থ করছেন বলে আবারও উল্লেখ করেন সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য