স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : সোমবার চা শ্রমিকদের ৫ দফা দাবিতে শ্রম কমিশনারের অফিসের সামনে গণধর্নায় সামিল হয় ত্রিপুরা টী ওয়ার্কার্স ইউনিয়ন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মানিক দে, প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। এদিন শ্রম কমিশনারের উদ্দেশ্যে প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করেন সংগঠনের একটি প্রতিনিধি দল। মূলত দাবি হলো শ্রমিকদের চারটি শ্রম কোড অবিলম্বে বাতিল করা, চা বাগানের জমি জবরদখল না করা, মজুরি বৃদ্ধি করা। এদিকে আয়োজিত গণধর্নায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মানিক দে বক্তব্য রেখে বলেন, চা বাগানের শ্রমিকরা দেশের মধ্যে সবচেয়ে কম মজুরিতে কাজ করে।
কিন্তু তাদের হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হয়। ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা মাত্র ১৭৬ টাকা মজুরি পায়। এই মজুরি দিয়ে সংসার পরিচালনা করা যায় না। সে অনুযায়ী ত্রিপুরা রাজ্যের চা শ্রমিকরা বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি বঞ্চিত। বামফ্রন্ট সরকারের সময় কাজ, খাদ্য, নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্ত অধিকার গুলি আন্দোলনের মধ্যে দিয়ে অর্জন করেছিল সেগুলি পর্যন্ত তাদের মিলছে না বর্তমান সরকারের আমলে। আর বলেন বর্তমান সরকারের আমলে চা শ্রমিকদের সাবসিটি রেশন পর্যন্ত অনিয়মিত হয়ে আছে। তাই একাধিক দাবি উত্থাপন করে কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

