স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : সিমনা কৃষ্ণপুর চা-বাগানে উদ্ধার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুন্দরটিলা ফাঁড়ি এবং সিধাই থানার পুলিশ। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে জানতে পারে মৃত ব্যক্তির নাম বিকাশ দেবনাথ। মোহনপুর গোপালনগর এলাকার বাসিন্দা তিনি। শুক্রবার বিকালে নিজের অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে নি।
পরিবারের তরফে থানায় জানানো হয়েছিল। কিন্তু পুলিশ সন্ধান পায়নি বিকাশের। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পায় তার মৃতদেহ। মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে স্থানীয়দের দাবি এটা খুন। এদিকে পুলিশ আধিকারিক এর কাছ থেকে জানা যায়, মৃতদেহ দেখে স্থানীয়রা খবর দিলে তারা এসে ফরেন্সিক টিমকে খবর দেয়। ফরেন্সিক টিম এসে তদন্ত করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।