স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : শনিবার ভারতীয় জনতা পার্টি সদর শহর জেলার উদ্যোগে কংগ্রেস দ্বারা চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার অন্ধকার অধ্যায়ের ৫০ তম বছর উপলক্ষে এক কর্মশালা আয়োজন করা হয়। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ বিজেপি-র সহ-সভাপতি সুবল ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। আয়োজিত কর্মশালায় উপস্থিত বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন, কাকে জিজ্ঞেস করে কংগ্রেস রাজ্যের পার্টি অফিস খুলবে। এবং তারা যাতে সংবিধানের দোহাই না দেয় তার জন্য হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের মুখে মানায় না সংবিধান। কারণ এই কংগ্রেস সংবিধানকে হত্যা করেছে।
একই সাথে বামফ্রন্ট সরকারকেও আক্রমণ করে বলেন যারা ইমারজেন্সি পার্টি তারা ভারতের সংবিধান মানে না, রাষ্ট্র মানেনা, ভারতের সীমানা মানে না, ভারতের পরম্পরা মানে না। তারা এখন আবার জ্যোতিষ হয়ে গেছে। তারা বলছে ২০২৮ সালের সরকারে প্রতিষ্ঠিত হবে। ঠিকুজি কুষ্টি ছাড়া বিয়েও হয় না। রাজ্যের কমিউনিস্ট নেতাদের কুষ্টিই নেই, এখন তারা আবার জ্যোতিষ হয়ে গেছে। কটাক্ষ করে আরো বলেন, কমিউনিস্টরা হলো উলু পোকা মতো। তাদের পুনঃ পাখা উঠবে। কিন্তু কিছুদিন পর আবার ঝড়ে পড়ে যাবে। তিনি আরো বলেন, ত্রিপুরার উন্নয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেবে। বর্তমান সরকার আসার পর গত সাত বছরে রাজ্যে ২২ হাজার কোটি টাকার জাতীয় সড়ক হয়েছে। পাশাপাশি সাড়ে চার লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে রাজ্যের মানুষ, ২০০০ টাকা করে সামাজিক ভাতা মিলছে রাজ্যের মানুষের। কিন্তু কমিউনিস্টরা তাদের সরকারের সময় মাত্র একবার ৩ হাজার কোটি টাকা কাজ রাজ্যে আনতে পেরেছিল। তাই রাজ্যে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রয়োজন নেই এমনটাই বোঝালেন সাংসদ বিপ্লব কুমার দেব। আয়োজিত কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ্যার লক্ষণীয়।