Wednesday, July 16, 2025
বাড়িরাজ্যশহরে জন্ডিস এবং জল বাহিত রোগের প্রাদুর্ভাব

শহরে জন্ডিস এবং জল বাহিত রোগের প্রাদুর্ভাব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন : রাজধানীর নেতাজি চৌমহনি এলাকায় জন্ডিস এবং জল বাহিত রোগ প্রভাব ফেলছে। এলাকায় নতুন করে ডি ডব্লিউ এস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোজন দেওয়া হয়েছে। সেই জল খেয়েই এই জন্ডিসের প্রদুর্ভাব সেই এলাকায় দেখা দিয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার নেতাজি চৌমুহনি এলাকা পরিদর্শনে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বাড়ি বাড়ি যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন।

যারা আক্রান্ত হয়েছে তাদের অভিযোগ পরিশোধিত পানীয় জলের নামে নিম্নমানের জল সাপ্লাই দেওয়ার জন্যই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তিনি বলেন, বর্ষার নোংরা জল পরিশোধিত জলের সঙ্গে মিশে বাড়ি বাড়ি যাওয়ার ফলে এই রোগের প্রাদুর্ভাব। অবিলম্বে পরিশোধিত পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানান আশীষ সাহা। এদিকে জানা যায় গত কয়েকদিন ধরে জন্ডিস রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ গত দেড় থেকে ২ সপ্তাহ ধরে বহু পরিবারের সমস্ত সদস্যরা জল বাহিত রোগ এবং জ্বর সর্দি কাশিতে ভুগছেন।

এ বিষয় নিয়ে তারা বেসরকারি ভাবে চিকিৎসকের পরামর্শ নিলেও তারা বর্তমানে শারীরিকভাবে খুব অসুস্থ আছেন। কেউ কেউ হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে বাধ্য হয়েছেন। কারণ যেভাবে জন্ডিস চোখ রাঙাচ্ছে তাদের চিন্তায় রয়েছে সকলের। এদিকে ডিডাব্লিউএসএ’র পক্ষ থেকে জল সংগ্রহ করে ল্যাবের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে স্বাস্থ্য দপ্তর ভাবছে এটা হয়তো বন্যার জমা জল থেকে হচ্ছে। এখন পর্যন্ত বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আবার কেউ কেউ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই কম। যুদ্ধকালীন পরিস্থিতির মধ্য দিয়ে প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার। নিয়মিত স্বাস্থ্য শিবিরের প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য