স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন :নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগে কাশীপুর থেকে গ্রেফতার অভিযুক্ত লিটন দেবরায়। লেফুঙ্গা থানাধীন বামুটিয়া পুলিশ ফাঁড়ি এলাকার লিটন দেবরায় গত ১৯ জুন তার বাড়ির ভাড়াটিয়ার ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। পরের দিন বামুটিয়া ফাঁড়িতে লিটন দেবরায়ের বিরোদ্ধে মামলা করে নাবালিকার পরিবার।পরবর্তী সময়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মোহনপুর মহকুমা কমিটি অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন প্রদান করে। পুলিশ মামলা পাওয়ার সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে।
বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া জানান, এই সকল ঘটনায় কোনো প্রকার বিলম্ব হবে না। ৫ দিনের মাথায় অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ টিম বুধবার সারা দিন বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর থেকে এই নরপিশাচকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় লেফুঙ্গা থানায়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান লিটন দেবরায়ের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে এবং বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযুক্তকে কাশিপুর থেকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে পসকো আইন অনুযায়ী মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। তিনি আরো জানান এই লিটন দেবরায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বামুটিয়াবাসীর মধ্যে। গোটা বিষয়ে তদন্ত করে তার বিরোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।