স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুন : রহস্যজনকভাবে মৃত্যু শিক্ষকের। মৃত শিক্ষকের নাম কেশব পাল। বয়স ৫২। বৃহস্পতিবার ফটিকরায় সায়দারপাড় গ্রাম থেকে উদ্ধার হয় মৃতদেহটি। তিনি সায়দারপার গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা। কাঞ্চনবাড়ি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার সকাল বেলা স্থানীয়রা উনার বাড়ির পাশেই মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পায়। সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। মৃত্যুর কারণ নিয়ে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। যতদূর জানা যায় তিনি গত কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। চোখের সমস্যার জন্য রাজ্যের বাইরেও গিয়েছেন বহুবার। কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি। বৃহস্পতিবার উনার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা শোকাগস্থ হয়ে পড়েন। পুলিশ জানায় মৃতদেহ ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।