স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৯ জুলাই : প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার ১২ টি কেন্দ্রে ভূমিধস এবং বন্যা সংক্রান্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা মহড়া চলাকালীন সময়ে মোট তেরোটি জায়গায় ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। আরক্ষা প্রশাসনের বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের মিলিয়ে প্রায় দেড় হাজার কর্মী এই মোহরায় অংশ নেয়। মহড়া চলাকালীন সময়ে ২০০ থেকে ৩০০ ব্যক্তিকে উদ্ধার করা হয়।
পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন এদিন অনেকটা সফলতার সঙ্গে এই মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ায় বেশ কিছু শিক্ষণীয় বিষয় ছিল বলেও তিনি জানিয়েছেন। আরো কিছুটা বোঝাপড়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন। এন ডি আর এফ, এস ডি আর এফ, আসাম রাইফেলস, অগ্নি নির্বাপক দপ্তর, বিএসএফ সিআরপিএফ সহ পুলিশ প্রশাসনের কর্মীরা ও এই মহড়ায় অংশ নেয়। সঙ্গে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। এদিন শান্তির বাজার মহকুমা শাসকের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার উপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। শান্তির বাজার মহকুমার গার্ধাঙ অশ্বিনী ত্রিপুরা পাড়া, মুহুরী পুর ও শান্তির বাজার মুকুট অডিটোরিয়াম সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এই মহড়া।
টি এস আর নবম ব্যাটেলিয়ান, শান্তিরবাজার মহাকুমার অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি আরোক্ষা দপ্তর এবং বিভিন্ন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এতে অংশ নেয়। মহড়া চলাকালীন সময়ে মহকুমার তিনটি জায়গায় দুর্ঘটনাগ্রস্থ ৩৮ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১০ জন গুরুতর আহত হওয়ায় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সবমিলিয়ে বলা যেতে পারে এদিন রাজ্যের বিভিন্ন জেলায় একপ্রকার ভাবে সফল প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা সংক্রান্ত মহড়া অনুষ্ঠিত হলো।