স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : প্রবল বর্ষণের জন্য ১৮ জুন রাজ্যের সমস্ত সরকারি, সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় মাদ্রাসাগুলি ছুটি ঘোষণা করেছে বিদ্যালয় শিক্ষা দপ্তর। কারণ রাজ্যের আবহাওয়া দপ্তর সূত্রে খবর প্রবল বর্ষণে সম্ভাবনা রয়েছে রাজ্যে। শুক্রবার দুপুর থেকে টানা বর্ষণে আগরতলা শহরে বিভিন্ন এলাকায় জলের নিচে তলিয়ে যায়। বিপাকে পড়ে ছাত্রছাত্রীরা। তাই বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে ১৮ জুন অর্থাৎ শনিবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যে শহরের দুটি ঘটনায় দিন ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজধানীর শিশু বিহার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল ছুটি হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের স্কুল থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু অভিভাবক সঠিক সময়ে স্কুলে এসে পৌঁছাতে না পারায় দিশাহীন হয়ে পড়ে ছাত্রছাত্রীরা।কাঁদতে শুরু করে বহু কচিকাঁচা। পরবর্তী সময় ছুটে আসে সমস্ত অভিভাবক বিক্ষোভ দেখাতে শুরু করে স্কুলের মূল ফটকে। পরবর্তী সময় আগামীদিনের বিষয়টি গুরুত্ব দেওয়া আশ্বাস দেওয়া হবে অভিভাবক মহল শান্ত হয়। অপর ঘটনাটি ঘটে রাজধানী একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল একটি স্কুল বাস। কিন্তু বন্যায় বাসটি বিদুরকর্তা চৌমুহনী এলাকায় বিকল হয়ে পড়ে। পরবর্তী সময় স্থানীয়রা খবর পেয়ে দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে অভিভাবকদের কাছে তুলে দেয়। তবে বন্যার পরিস্থিতির সৃষ্টি হওয়াতে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব নোটিফিকেশন জারি করে ১৮ জুন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন।