Friday, April 19, 2024
বাড়িরাজ্যপরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী

পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : শুক্রবার দুপুর থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের বিভিন্ন এলাকা। বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এই অবস্থায় শহরের পাম্প মেশিন গুলি জল নিষ্কাশনের কাজে লাগানো হয়। জল জমার বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ইন্দ্রনগর স্থিত আই টি ভবনের কমান্ড কনট্রোল রুমে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শহরের কোথায় কোথায় এবং কি পরিমাণে জল জমে রয়েছে তা খতিয়ে দেখেন তিনি।

 একই সঙ্গে জল নিষ্কাশনের বিষয়েও খোঁজ খবর নেন। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা কমান্ড কনট্রোল সেন্টারের এসে শহরের চিত্র দেখলেন তিনি। আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ কি কি নেওয়া হবে সেই সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু হয়ে গেছে। জে সমস্ত স্থানে ট্রাফিকের স্থল গতি আছে সেই সমস্ত জায়গায় অতিরিক্ত ট্রাফিক মোতায়েন করতে বলা হয়েছে। আটকে পড়া ছাত্র ছাত্রীদের বেড় করে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর নিয়ে দেখা গেছে শহরের সমস্ত পাম্প গুলি চালু আছে। অতিরিক্ত বৃষ্টির জন্য এই অবস্থা বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রায় বিপর্যয়ের মত অবস্থা।    পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৈরি রয়েছে প্রশাসন। বোট গুলিকে সচল রাখা হচ্ছে। জল মগ্ন এলাকার মানুষদের কাছে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। প্রশাসন সতর্ক রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী আসার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে হিমশিম খেতে হয় এদিন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য