Saturday, February 8, 2025
বাড়িরাজ্যপ্রচারে ঝড় শাসক বিরোধী প্রার্থীরা

প্রচারে ঝড় শাসক বিরোধী প্রার্থীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : চার কেন্দ্রের অকাল ভোট প্রচারে বেড়িয়ে হচ্ছেন শাসক দলের দুই প্রার্থী। অন্যান্য দিনের মতো শুক্রবারে বাড়ি বাড়ি প্রচার করেন তারা। শুক্রবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই বাড়ি বাড়ি প্রচার চালান বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী ডাঃ মানিক সাহা।

 এদিন তিনি দলীয় কর্মী ও নেতৃত্বদের সঙ্গে নিয়ে গ্র্যান্ডডিউস ক্লাব ও মাষ্টার পাড়া এলাকায় প্রচার চালান। মণ্ডল সভাপতি সভাপতি সঞ্জয় সাহা ও যুব মোর্চার নেতৃত্বরা সঙ্গে ছিলেন। বাড়ি বাড়ি প্রচারের ফাঁকে বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা জানান অভূত পূর্ব সাড়া পাচ্ছেন তিনি। বাকী সময়টুকুর পুরো ব্যবহার করে আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। ৫৬ টি বুথ রয়েছে। চেষ্টা থাকবে সমস্ত বুথে যাওয়ার। কিন্তু অন্য কেন্দ্রেও নির্বাচনী প্রচারে যেতে হচ্ছে। তাই সমস্ত বুথ শেষ করা কষ্টকর বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখে তাঁর প্রতিনিধিকে জয়ী করলে আগামী দিনে এই এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে বলে জানান বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা।

৬ আগরতলা  বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনেও শুক্রবার বাড়ি বাড়ি প্রচার চালান মেয়র দীপক মজুমদার ও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম। সংখ্যালঘু অধ্যুষিত  এলাকায় প্রচারে জোর দেয় বিজেপি। মোল্লাপাড়ায় বিজেপি প্রার্থী ডাঃ অশোক সিনহার হয়ে বাড়ি বাড়ি প্রচারে  ত্যাজী আনেন তারা। ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শাহ আলম জানান গত নির্বাচনে বিরোধীদের কথা শুনে ধর্মীয় সংখ্যা লঘু অংশের মানুষ বিজেপি-কে ভোট দেয়নি। কিন্তু বিরোধীদের চক্রান্ত ধীরে ধীরে তারা বুঝতে পেরেছে।  এই ভুলের পুনরাবৃত্তি জাতে না ঘটে তার জন্য প্রস্তুত ধর্মীয় সংখ্যা লঘু অংসের মানুষ। এবার ভুল করা মানে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আগামী ২০০ বছরের জন্য পিছিয়ে যাবে । এটা যাতে না হয় তার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। বিরোধী কংগ্রেস দলের প্রার্থী হলেন আয়ারাম আর গয়ারাম। তাদের ব্যক্তি স্বার্থের রাজনীতি কোন ভাবেই মানুষ তাকে গ্রহণ করবে না। এবারের উপ নির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি।

মেয়র বলেন ব্যাপক সাড়া মিলছে। বিজেপি প্রার্থী একজন সজ্জবন ব্যক্তি। অন্যায়ের বিরুদ্ধে প্রতীবাদী মানুষ তিনি। ১৩ নং ওয়ার্ডের ১৫ নং বুথে প্রচারে বেড়িয়ে দারুন সাড়া সমর্থন মিলছে বলে জানান তিনি। এবারের নির্বাচনে বিজেপি-র লড়াইয়ের হাতিয়ার উন্নয়ন। আর এই হাতিয়ারকে সামনে রেখেই প্রচারে ত্যাজী এনেছে বিজেপি দল।

এদিকে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুক্রবার সকালে বাড়ি বাড়ি প্রচারে বের হলেন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। তিনি প্রচারে বের হয়ে জানান মানুষের কাছ থেকে তিনি ভালো সাড়া পাচ্ছেন। রাজ্যে মানুষ গত চার বছরে শাসনকালে গণতন্ত্র এবং বাক-স্বাধীনতা হারিয়ে ফেলেছে। মানুষ যদি নিবিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তাহলে কংগ্রেস প্রার্থীরা চারটি বিধানসভা কেন্দ্রে জয়ী হবে বলে জানান তিনি। চারটি বিধানসভা কেন্দ্রে যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ভোট সংগঠিত করা হয় তার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য